রাজশাহীতে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন সড়কে এবং একজন ছাদ থেকে পড়ে মারা যান।
প্রবাসী নারীর মৃত্যু: রাজশাহীতে বহুতল ভবন থেকে পড়ে আমেরিকা প্রবাসী ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামে এক নারী মারা যান। রোববার বিকেল চারটার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় একটি বিল্ডিংয়ের আটতলা থেকে তিনি পড়ে যান। তিনি এই ভবনের সাততলায় মায়ের সাথে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে ফারিহার মানসিক সমস্যা আছে। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের জামাই রাজশাহী থাকেন। ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সড়কের পাশে লাশ: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অন্তর্গত উত্তর নওদাপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে লোকজন রাস্তায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। গত কয়েক দিন থেকে নিহত ব্যক্তিকে আমচত্বর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
নারী যাত্রীর মৃত্যু: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশুসহ চারজন। শনিবার দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৫) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। দামকুড়া থানার পুলিশ জানায়, বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন।