তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। গত সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে পল্লীমা ইলেকট্রনিকসের মালিক মোঃ কবির হোসেন জানিয়েছেন, তার দোকানে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। কুয়েত প্রবাসী মাঈনুদ্দিন বলেন, “নতুন ব্যবসা শুরু করেছিলাম, সব পুড়ে গেছে, প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
অপর দোকান মালিক মজিব মেম্বার জানান, তার দোকানের মালামাল পুড়ে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভূঁইয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মেম্বার বলেন, “আমার প্রায় আড়াই লক্ষ টাকার বই-খাতা পুড়ে গেছে, নগদ ২,৯০০ টাকা ও একটি ল্যাপটপ চুরি হয়েছে।”
মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকার জানান, “আমি বাজারেই ছিলাম। খবর পেয়ে সাথে সাথে ছোট ভাই মজিব ও আলাউদ্দিন টেইলারকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। মসজিদের মাইকে মাইকিং করি এবং এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানাই। নিজেদের প্রচেষ্টায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আনি, পরে ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।”