টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

গত ৯ ডিসেম্বর দুপুর দুইটারদিকে টেকনাফের আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাজির পাড়ার সৈয়দ নুরের ছেলে মুহাম্মদ ইমাম হোসেন ও হ্নীলা মৌলভীবাজার এলাকার মৃত সেলিমুদ্দিনের ছেলে সিএনজি ড্রাইভার ফারুক।

জানা গেছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথায় টেকনাফ হতে কক্সবাজারগামী ট্রাক ও হ্নীলা হতে টেকনাফগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার স্থলে সিএনজির ড্রাইভার ও একজন যাত্রী নিহত। ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। এ পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।