শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় ট্রাক-লরি চাপায় তানিয়া নামে এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতি রাতে যশোর -বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে। নিহত গৃহবধূ শার্শার লাউতাড়া গ্রামের মোঃ সেলিম হোসেনের স্ত্রী। তানিয়া খাতুন ১১ বছরের এক মেয়ে সন্তানের জননী।
সূত্রে জানাগেছে, লাউতাড়া গ্রামের সেলিম হোসেন বৃহস্পতিবার রাতে স্ত্রী তানিয়া খাতুনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে সুবর্ণখালী গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় বেনাপোল থেকেছেড়ে আসা পণ্যবাহি একটি ট্রাক-লরি পেছন থেকে চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সেলিম হোসেনের স্ত্রী রাস্তায় পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আগত হয় মেয়ে, মোটরসাইকেল চালক নিহত তানিয়ার স্বামী সেলিম হোসেন। তবে ট্রাক-লরি চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান ট্রাক - লরি চাপায় গৃহবধূ নিহতের সত্যতা স্বীকার করেছেন। শুক্রুবারবেলা ১০ টার সময় লাউতাড়া গ্রামের ঈদগাহ মাঠে জানাযা নামায শেষে পারিবারিক কবর স্থানে গৃহবধূ তানিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়। মরহুমা তানিয়া খাতুনের নামাযে জানাযায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর জেলার সাবেক আমীর মাওঃ আজিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তানিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।