বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: গতকাল শনিবার দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ইসলামী ব্যাংক সংলগ্ন মুদি দোকানদার রতন সাহার বাড়িতে ঠাকুর ঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লেগে পুরো বসত বাড়িসহ নগদ ১০ লক্ষ টাকা এবং ৮ ভরি স্বর্ণের অলংকার পুড়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য বিরামপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজাহাত তাসনিম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম রতনসাহার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।