পুরান বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বৃহস্পতিবার শেষ রাতে আনুমানিক ৩:৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘাটে।

প্রত্যক্ষ দর্শীদের মতে হঠাৎ করে আগুন লেগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতাএতই বেশি ছিল যে কোন ব্যবস্থা নেওয়ার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০টির মত দোকান পুড়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট চলে আসেএবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয়। আশেপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

খবর পেয়ে জামায়াতের জেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সান্তনা দেন এবং প্রশাসনের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমান জেনে সহায়তার আবেদন জানান।