DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন হতাহত

ঢাকার ধামরাইয়ে পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৩ যাত্রী।

Printed Edition
Default Image - DS

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৩ যাত্রী।

জানাগেছে , ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী নামক স্থানে একটি ট্রাক ও রয়েল এক্সপ্রেস নামে পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৩ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে।

বান্দরবান

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বাসস্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় চিনি বোঝাই ট্রাক উল্টে শামসুল ইসলাম (৪০) নামে একজন নিহত হন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন।

অন্যদিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল থাকা অপর দুই আরোহী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চিনি বোঝাই একটি ট্রাক বান্দরবান আসছিল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ট্রাকটি বান্দরবান বাসস্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে চাপা পড়ে সহকারী চালক শামসুল ইসলাম (৪০) মারা যায়। এ ঘটনায় আহত হন ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজন।

জামালপুর

জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটো রিকশার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে বাসটিকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

রোববার ২ মার্চ সকাল ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শীরা জানান, শরিফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুর গামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় চারজন যাত্রী আহত হন।