নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ জন।
সম্প্রতি উপজেলার তারাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তারাবো সুলতানবাগ এলাকার দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক রূপগঞ্জ প্রতিনিধি আবুল হাসান আসিফের ছেলে শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিক্সা চালক অজ্ঞাত (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিক্সা যোগে তারাবো সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তামিম সরকার (২৯)। পথিমধ্যে সাইফিং ফ্যাক্টরীর সামনে একটি হাইয়েস মাইক্রোবাসের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অটোরিক্সা চালক অজ্ঞাত (৩৫) এবং আহত হয় অটোরিক্সার যাত্রী শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), ও তামিম সরকার (২৯)। তাদের মধ্যে শাহরিয়ার হাসান আকাশ ও তার বন্ধু তামিম সরকারকে গুরুত্বর আহত অবস্থায়
স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহরিয়ার হাসান আকাশকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার পর হাইয়েস মাইক্রোবাসের চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ঈদ উপহার বিতরণ : বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী (নাসিক) সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে গত ৮ জুন দুপুর ২টায় ৩৫০ জনের মাঝে ঈদ উপহার (কুরবানির গোশত বিতরণ) করা হয়।
এসময় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমীর এবং ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব মাওলানা আবদুল জাব্বার, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও থানা আমীর (সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ) আলহাজ্ব কফিল আহম্মদ।
আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও থানা নায়েবে আমীর জনাব আব্দুল গফুর মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জনাব মুহাম্মাদ সা'দ আহমাদ, থানা সহকারি সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, থানা অর্থ বিভাগের সেক্রেটারি ডাক্তার আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারি কামাল উদ্দিন সহ ওয়ার্ড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।