দাউদকান্দি ও চান্দিনায় দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আমাদের কুমিল্লা অফিস, দাউদকান্দি ও চান্দিনা সংবাদদাতা জানান।
কুমিল্লা অফিস ও দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত চারজন দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি বাসের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে মুহূর্তেই আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে যাওয়া আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটি ভস্মীভূত হয়।পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন। আহত ২০ জনকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ হওয়ার কারণে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর বাসের ভেতর থেকে চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। দাউদকান্দি থানা পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মহাসড়কের বিভাজন অতিক্রম করে মাইক্রোবাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) ও ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়- ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর আছড়ে পড়ে বিপরীত পাশে ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়-শুধুমাত্র চান্দিনা সরকারি হাসপাতালে ৭ জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।