ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তি মারা গেছেন। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা পৌনে ৩টায় ৫৫ বছর বয়সী মীর হোসেনের মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য জানিয়ে বলেন, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তিনি আমাদের এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৭ অগাস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ইউরেকা এন্টারপ্রাইজ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাদের দশটি ইউনিট সেখানে গিয়ে ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর দুটি ইউনিটও এ কাজে অংশ নেয়। সেদিন ইউরেকা এন্টারপ্রাইজ এর কর্মচারী আল আমিন সংবাদ মাধ্যমকে বলেন, গাড়ি থেকে ট্যাংকে তেল মানানো হচ্ছিল ওই সময় আগুন লাগে। ওই ফিলিং স্টেশনের পাশেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিল। ওই আগুনে মীর হোসেন দগ্ধ হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়।
বিমানবন্দর এলাকায় ট্রেন লাইনচ্যুত : ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার অদূরে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা ১৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন। তিনি ঘটনার পর সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস এপিবিএন কার্যালয়ের বিপরীতে লাইনচ্যুত হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। দুপুরের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাতে জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটির গন্তব্য ছিল ঢাকার কমলাপুর স্টেশন। সূচি অনুযায়ী, ঢাকা থেকে বিকাল পৌনে ৫টায় রওনা হয়ে ট্রেনটির তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা।