আশাশুনি সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে দুটি মিনিবাস ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরে উল্টে পড়ে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্প্রতি আশাশুনি মানিকখালী ব্রিজ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা থেকে সাতক্ষীরা-জ-১১-০০০৯নং যাত্রী বোঝাই মিনিবাস আশাশুনি বাস স্ট্যান্ড হয়ে মানিককালী ব্রিজ বাইপাস সড়ক দিয়ে বড়দলে যাচ্ছিল। ব্রিজ টোলপ্লাজার বেশ আগে জনৈক এনামুলের মৎস্য ঘেরের কাছে পৌঁছলে, সামনের দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সাথে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু সড়কের নিচে ঘেরের মধ্যে গিয়ে পড়ে। বাসটি উল্টে দুই ঘুর খেয়ে পড়ায় যাত্রীরা আহত হয়। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আশাশুনি ফায়ার সার্ভিসের সাব অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধারকৃতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।