কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : কাজিপুরে গান্ধাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক সাহেবের বাড়িতে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ভুক্তভোগী মোজাম্মেল হক জানান গত ২৫ শে আগস্ট দিবাগত রাত অনুমান সাড়ে এগারোটায় বাড়ির উত্তর পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি ঘরের আসবাবপত্র তৈরি পোশাক , নগদ নয় লক্ষ টাকা, ৮ ভরি সোনার গহনা সহপ্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। মোজাম্মেল হক জানান রাত অনুমান পৌনে বারোটার দিকে প্রথম পরিত্যক্ত একটা ঘরের ঝুটকাপড়ের থেকে এই আগুনের সূত্রপাত হয় পরে তা মুহূর্তে ছড়িয়ে যায় এতে তার প্রায় তিনটি ঘর ঘরের আসবাবপত্র সহ উল্লেখিত পরিমান ক্ষয়ক্ষতি সাধিত হয়। তবে ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিভাতের সক্ষম হয়। এতে করে পার্শ্ববর্তী আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সহ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। আগুনের সূত্রপাত এর সঠিক কারণ জানা যায়নি।