লালমোহন পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত হাইস্কুল সুপার মার্কেটে ভোররাতে ঘটে গেল এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। সম্প্রতি ভোর লাগা এই আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ে, ধ্বংস করে দেয় বহু ব্যবসায়ীর জীবিকার স্বপ্ন।
খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং বেশ কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় মানুষও মানবিক দায়িত্বে ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন।
সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— পলি শো কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্যালারি ও নিউ রিফাত ফ্যাশন। এছাড়া ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয়, ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতির মুখে পড়েছে।
প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।