বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মসজিদ থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু বাক্কার (৫০) নামে এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। উপজেলার ভবানীগঞ্জ- রাজশাহী সড়কে নন্দনপুর চিকাবাড়ি সড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আবু বাক্কার দীর্ঘ এক যুগ ধরে নন্দনপুর চিকাবাড়ি বাজারের বড় মসজিদের খেদমত করতেন। নিহত আবু বাক্কারের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক নজর শেষ দেখার জন্য এলাকাবাসী তার বাড়িতে ভিড় জমায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গ্রামের ডাক্তার আতাউর রহমান জানান, শুক্রবার রাতে জামায়াতে এশার নামাজ পড়ে মসজিদ সংলগ্ন সড়ক পারা পারের সময় বেপোয়ারা গতির মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পড়ে আবু বাক্কার গুরুত্বর আহত হন। পরে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পর তার অবস্থার অবনতিতে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেয় হয়। সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান। নিহতের পারিবারিক গোরস্তান নন্দনপুর গ্রামে দাফন করা হয়েছে।