DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

হাইমচরে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতি

হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর গ্রামে কে ভি এন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটে আগুন লেগে ২৬ টি দোকান পুড়ে বস্মিভূত হয়েছে। এখবর শুনে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। অগ্নিকাণ্ডের ঘটনায়, দোকান ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

জেলা সংবাদদাতা
Untitled

হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর গ্রামে কে ভি এন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটে আগুন লেগে ২৬ টি দোকান পুড়ে বস্মিভূত হয়েছে।

এখবর শুনে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। অগ্নিকাণ্ডের ঘটনায়, দোকান ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৪ মার্চ) সরজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, গত ৩ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় আগুনের এমন দুর্ঘটনা ঘটে। আগুনের লেলিহান শেখা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। প্রায় দুই ঘন্টা ব্যাপী আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পুরো মার্কেটে‌। মার্কেটে থাকা মুদি দোকান, ফার্মেসি, হোটেল, সেলুন, চায়ের দোকান সহ বিভিন্ন ধরনের প্রায় ২৬ টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহিম চৌকিদার জানান, মানুষের ডাক চিৎকার শুনে দ্রুত দোকানের কাছে ছুটে আসি। এরপর আগুনের লেলিহান শিখা দেখতে পাই। আগুনে আমার মুদি দোকানের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েগেছে।

আরেক ফার্মেসী ব্যবসায়ী ডাক্তার রুবেল হোসেন জানান, মোবাইল ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর শুনে দ্রুত ছুটে আসি এরপর আগুন দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। দোকানের ভিতরে নগদ তিন লক্ষ টাকা ও মালামাল সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগের সুরে আরেক ব্যবসায়ী জানান, আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিভানোর চেষ্টা করলে তাদের সাথে থাকা ইঞ্জিন ত্রুটি দেখা দেয়, এবং আগুন নিভাতে সক্ষম হতে পারেনি।

বিদ্যুৎ অফিসে কল করেও তাদের সাথে কোন প্রকার যোগাযোগ করা যায়নি। এতে করে আগুন থেকে কোন কিছুই রক্ষা করা যায়নি। আগুনের তাপ তীব্র হওয়ায় পার্শ্ববর্তী কেভিএন উচ্চ বিদ্যালয় সেনেটারী পাইপের ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন।

হাইমচর উপজেলা ফায়ার স্টেশনের ফিডার রতন শেখ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে ছুটে যাই। আমাদের সংরক্ষণে থাকা পানি সরবরাহ করে আগুন নেভানোর চেষ্টা করি। এছাড়াও অতিরিক্ত পানি সরবরাহের জন্য যে পাম্প আমরা ব্যবহার করে থাকি তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা পার্শ্ববর্তী ফরিদগঞ্জ ফায়ার স্টেশন এর সহযোগিতা নেই এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা জানান, আগুনে পুড়ে দোকান ক্ষয়ক্ষতি সরেজমিনে এসে দেখেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে।