মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার (১৪ মে) রাত ৯টায় মিরসরাই-ফটিকছড়ি সড়কের ছয়ভাইয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেনÑ ফটিকছড়ির মোহাম্মদ রফিক (৩৫) এবং আহতরা হলেন- হাটহাজারীর অনিক (৩২), বাচা (২৯) ও হৃদয় (২৫)।

উদ্ধারকারী স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি থেকে একটি পিকআপ যোগে মুরগি নিয়ে পাহাড়ি পথে রওনা হয় তারা। মিরসরাই ব্র্যাক অফিসের পুর্ব পাশে ছয়বাইয়া নামক এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। বিষয়টি সিএনজিচালিত অটোরিকসা চালকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহত সবাইকে উদ্ধার করে।