রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা দুজনই রডমিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ডেমরা বাদশা মিয়া রোড ভুট্টু চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন। তাদের দু’জনের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকা খামারি গ্রামে। রফিকুলের বাবার নাম ইউসুফ আলী আর শফিকুলের বাবার নাম মৃত রমিজ উদ্দিন। বর্তমানে তারা ভুট্টু চত্ত্বরে থাকতেন।
দুর্ঘটনা
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা দুজনই রডমিস্ত্রি।