ঢাকার বাড্ডা এলাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর প্রাণ গেছে। মো. মুনতাসিম নামে ওই শিক্ষার্থী আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে পড়তেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে তার লাশ পড়েছিল। ওসি বলেন, ১০ তলা ভবনের ছাদ থেকে ওই শিক্ষার্থী লাফিয়ে পড়েছেন বলে জানতে পেরেছি। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন গতকাল বৃহস্পতিবার বলেন, আমাদের ক্যাম্পাস থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি একটি বিল্ডিংয়ের পাশে পড়েছিল। মৃত্যুর কারণ পুলিশ বলতে পারবে। আমরা গিয়ে দেখেছি লাশটি পড়ে আছে, এখন তিনি কী ওপর থেকে পড়েছেন, তাকে কী কেউ ফেলে দিয়েছে, নাকি অসুস্থ অবস্থায় এখানে এসে মারা গেছেন সে বিষয়ে কিছু বলতে পারছি না।