গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ীয়া সড়কের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক ওবাইদুর রহমান, তিনি জামালপুর সদর থানার সনিয়ারটেক এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শালদহ বড়চালা এলাকার মৃত বাসক আলী মাতব্বরের ছেলে আব্দুল আজিজ এবং তার স্ত্রী সুফিয়া বেগম।

কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশের পদক্ষেপ- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই কামরুল হাসান।