চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় সাগর (১৭) নামে এক তরুণ মোটরসাইকেল (যশোর -ল- ১২-২৮০৮) দুর্ঘটনায় নিহত হয়েছে। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পারবারিক সূত্রে জানাযায় বৃহস্পতিবার সকাল আটটার দিকে সাগর চৌগাছায় যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে তারিনীবাস গ্রামের মাঝামাঝি পৌঁছে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছে ধাক্কা খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তাকে দ্রুত যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা
চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
যশোরের চৌগাছায় সাগর (১৭) নামে এক তরুণ মোটরসাইকেল (যশোর -ল- ১২-২৮০৮) দুর্ঘটনায় নিহত হয়েছে।