বাবুগঞ্জ (বরিশাল) সংবাদাদাতা : বরিশাল-ঢাকা মহাসড়ক যেন দিন দিন মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। মাত্র তিন দিনের ব্যবধানে একই সড়কের নিকটবর্তী স্থানে তিনটি বড় ধরনের বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
ঢাকা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৫) বরিশালের রহমতপুর এয়ারপোর্ট মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে অন্তত চারজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি ও চালকের অমনোযোগিতার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
উল্লেখ্য, এই মহাসড়কের নিকটবর্তী স্থানে ২৮ ও ২৯ জুলাই দুই দিনে পৃথক দুটি বাস দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়। ফলে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয়রা বলেন, মহাসড়কে নিয়মিতভাবে দ্রুতগামী যান চলাচল করলেও পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সিগন্যাল না থাকায় দুর্ঘটনা ঘটছে প্রায়শই। তারা বরিশাল-ঢাকা মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।