নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর ও জুনায়েদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাচঁপুরের বেয়াকৈর এলাকায় এঘটনায় ঘটে। তারা ওই এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ (৮)ও হানিফার ছেলে হাবিবুর (৬)।

জানা যায়, তাদের বাড়ি’র পাশে একটি খালি জায়গায় তারা দুইজন ফুটবল খেলা করছিলো। এসময় জায়গার পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়। প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি আনতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তাকে বাঁচাতে গেলে হাবিবুর সাঁতার না জানায় দুইজনই পানিতে ডুবে যায়। পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী দেখে তার চিৎকারে স্থানীয় আসে। দুই শিশুকে উদ্ধার করে মদনপুর আলবারাকা হাসপালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনই স্থানীয় লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।