চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় সাধন কুমার মজুমদার (৫৫) নামে এক শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর গ্রামের মৃত ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে এবং বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বেলা দুইটার দিকে স্কুল থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন সাধন কুমার। তিনি চৌগাছা ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের বাদল মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাধন কুমার নিহত হন। চৌগাছা থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
কক্সবাজারে ক্যাবল চোরের কবলে ইডিসি প্রকল্প ব্যাহত ইন্টারনেট সেবা শাহনেওয়াজ জিল্লু
কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা: কক্সবাজার সদরের পিএমখালীতে ইন্টারনেট সংযোগের ক্যাবল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ব্যান্ডউইথ সংযোগের গুরুত্বপূর্ণ এসব ক্যাবল চুরি হওয়ায় আইসিটি মন্ত্রণালয় অধীনস্থ ইডিসি (এস্টাব্লিশমেন্ট ডিজিটাল কানেক্টিভিটি) প্রকল্পের গ্রাহকেরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ব্যহত হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল নাগরিক সেবাও। অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের যোগসাজসে এসব ক্যাবল চোর চক্র বেপরোয়া হয়ে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কক্সবাজারের বৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি।
সূত্রে জানা যায়- গত ৯ নভেম্বর থেকে পিএমখালী ইউনিয়নের তেতৈয়া থেকে চেরাংঘর এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে ইন্টারনেট সংযোগের মূল ক্যাবল চুরি হয়ে যায়। এর ফলে ইন্টারনেট সেবাগ্রহীতা সরকারি প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়; ইন্টারনেট ভিত্তিক সব ধরণের ডিজিটাল নাগরিক সেবাও দিতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এদের মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ের সকল সরকারি দপ্তর।
বিশেষ করে তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিএমখালী উচ্চ বিদ্যালয়, পরানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুমছড়ি ঘাটকুলিয়া পাড়া সরকারি প্রাাথমিক বিদ্যালয়, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আবুল কাশেম উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ বন্ধ আছে। যার ফলশ্রুতিতে আসন্ন বার্ষিক সমাপনী পরীক্ষার পূর্বে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।
কক্সবাজারে ইডিসি (এস্টাব্লিশমেন্ট ডিজিটাল কানেক্টিভিটি) প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান প্লাসনেটের প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেন অভিযোগ করে জানান- গত ৯ নভেম্বর চিহ্নিত কতিপয় দুস্কৃতিকারী ক্যাবল চোর চক্রের সদস্যরা খুরুস্কুল থেকে পিএমখালী পর্যন্ত মাঝখানের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ক্যাবল চুরি করে নিয়ে যায়। পূর্ব চিহ্নিত পিএমখালীর জুমছড়ি এলাকার মো. হাছনের পুত্র মো. শরীফ হোছাইন এবং ডেহেরিয়া ঘোনার নুরুল আজিমের পুত্র নুরুল আবছার সহ আরও কয়েকজন মিলে যোগসাজসে এই ক্যাবল চুরি করেন বলে নিকটস্থ থানায় অভিযোগ করেন। মিরাজ হোসেনের মতে- অভিযুক্তরা মূলত অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের ইন্ধনে এসব অপকর্ম করে যাচ্ছে। চিহ্নিত এবং অজ্ঞাত দুস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।