রাবি রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল সঙ্গে অটোরিকশার দুর্ঘটনা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মেডিকেলে নিয়ে গেলে ১২টার দিকে ওই শিক্ষার্থী মারা যান। তার মৃত্যুর বিষয়টি ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফাহমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার তার বন্ধু মিরাজ সঙ্গে বাইকের পেছনে ছিল। বিনোদপুর গেটের মোড়ে বাইকে আসার সময় একটি অটোরিকশা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। যার কারণে এই দূর্ঘটনা ঘটে। এ বিষয়ে মতিহার থানার পুলিশ জানায়, ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিক্সার ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।