কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের ইদ্রিস গাইন (৪০) নামের এক যুবকের বজ্রপাতে মুত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের ইসহাক আলী গাইনের পুত্র।
রবিবার (২২ জুন) সকাল ৭ টার দিকে কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
জানা গেছে, ইদ্রিস আলী কপোতাক্ষ নদীর চরে হরিণা চিংড়ীর বাচ্চা ধরার জন্য নদীতে জাল ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইদ্রিস গাইনের স্ত্রী সহ ৩ টি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল বজ্রপাতে ইদ্রিস গাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।