চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় বাস চাপায় আফিয়া ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সে চৌগাছা পৌরসভার কংশারীপুর গ্রামের মহিদুল ইসলাম মৃধার মেয়ে। নিহত আফিয়া চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। সোমবার সকাল নয়টার দিকে শহরের কপোতাক্ষ সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মহিদুল ইসলাম তার মেয়েকে নিয়ে মটর সাইকেল যোগে বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। কপোতাক্ষ সেতু পার হয়েই ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যান।এসময় পিছন দিক থেকে আসা বাসের (মাগুরা-জ-০৪-০০১৬) নিচে চাপা পড়ে তার মেয়ে আফিয়া ঘটনাস্থলে নিহত হয় এবং তিনি আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মহিদুল ইসলামকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং বাসের ড্রাইভার নুর ইসলামকে আটকের চেষ্টা চলছে। বাস শ্রমিকরা জানান ড্রাইভার নুর ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে।
দুর্ঘটনা
চৌগাছায় বাস চাপায় কলেজ ছাত্রী নিহত
যশোরের চৌগাছায় বাস চাপায় আফিয়া ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সে চৌগাছা পৌরসভার কংশারীপুর গ্রামের মহিদুল ইসলাম মৃধার মেয়ে। নিহত আফিয়া চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিল।