হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী মাহিম(২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ নিহতের বোন গুরুতর আহত হয়েছেন।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-হরিরামপুর আঞ্চলিক সড়কের কিটিং চর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহিম হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতরা হলেন- নিহতের বোন রতœা (৩০) ও সিএনজি চালক রুপচাঁন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর -সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিটিংচর নামক স্থানে মানিকগঞ্জ গামী একটি সিএনজি ও ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির যাত্রী মাহিম ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে, নিহতের বোন ও চালক গুরুতর আহন হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম জানান, আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে ।