গাজীপুরের শ্রীপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তারা মারা যান।
মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫), উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে। আরোহী রিয়াদ মন্ডল (২২), একই গ্রামের শামীম আল মামুনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলযোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্রাককে পাশ কাটানোর সময় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হন।
পরবর্তীতে, অনিককে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও ১১টার দিকে অনিক শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।