পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ীতে ধান ক্ষেতের পুকুরের পানিতে ডুবে দুই শিশু আবিদ (৫) এবং লাবিব’র (৭) মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সম্প্রতি পলাশবাড়ী পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামের ধানক্ষেত অভ্যন্তরে পুকুরের পানিতে পড়ে এ দুই শিশু মারা যান। আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও লাবিব একই গ্রামের মজনু মিয়া নাতি এবং গোবিন্দগঞ্জ পৌরশহরের আব্দুল আজিজের ছেলে।
ওই দুই শিশু তাদের বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসমান কলাগাছের ভেলায় চড়ে তারা খেলা করছিল। এসময় ভেলা থেকে পড়ে পানিতে ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়। সাঁতার না জানায় তারা আর ভেলায় উঠতে পারেনি।
এদিকে; পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের খুঁজে পেতে ব্যর্থ হন। অবশেষে বিকেল ৩টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন অভিভাবকরা। থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একইসাথে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অত্রালাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।