চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গত বুধবার ভোরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার মোঃ আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও তার মেয়ে আয়েশা বেগম (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। অটোরিকশায় থাকা একটি ব্যাগ তার স্ত্রী হাওয়া বেগম ভোর সাড়ে ৫টার দিকে নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং এসময় তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।