ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক চাপায় ১ জন নিহত ও আরেকজন আহত হয়েছে। ঝালকাঠি ধানসিঁড়ি ইউপির এর সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকার মরহুম ফজলে আলীর ছেলে মো: আলম (৫০) নিহত হয়। গুরুতর আহত হয় কাঠপট্টি এলাকার মোসলেম আলীর পুত্র মোঃ কবির হোেসেন।
তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল দুপুর ২টায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আলমকে মৃত ঘোষণা করেন এবং কবির হোসেন কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।
পুলিশ জানায় মৃত আলমের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য দূর্ঘটনায় মৃত আলম চাঁদকাঠি গুরুধম ব্রিজ এর পশ্চিম পাড় মসজিদ মার্কেটে আলম ষ্টোরেজ স্টোরের প্রোপ্রাইটর ছিলেন।