গাইবান্ধা সংবাদদাতা

স্টেশন আদর্শ দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক শহর শাখার জামায়াতের রোকন আবু বকর সিদ্দিক (৬০) আর আমাদের মাঝে নেই, তিনি গত মঙ্গলবার বিকেলে ঘোড়ারঘাটের নিজ বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অটো ধাক্কায় মারাত্মকভাবে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। সংগে সংগে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যু কালে তিন ছেলে মেয়ে স্ত্রী সহ অনেক আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগাহী রেখে যান। তিনি জামায়াতের রোকন হিসেবে গত ২০০২ সালে শপথ নেন। গতকাল বুধবার সকাল ১১টায় তার নিজ বাড়ি ঘোড়াঘাটে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক, শহর আমির অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা রুহুল আমিন রাজু ওমাওলানা আঃ গোফফার প্রমুখ। সভার বক্তারা তাদের বক্তব্যে বলেন, মরহুম এ বি সিদ্দিকের এই অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তারা বলেন, গাইবান্ধা বাসী একজন ইসলামী আন্দোলনের নিবেদিত খাদেমকে হারালো। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়। বক্তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আত্মার মাগফেরাত কামনা করেন।