নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা শহরে নিখোঁজের ৩ ঘণ্টা পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানি থেকে পাঁচ বছর বয়সি মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মরদেহ মিলল।
জানা গেছে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (৫) ও পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সুকিয়া বেপারি বাড়ির মকবুল ইসলামের ছেলে মাহাদুল ইসলাম মাহদী (৫)। শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও নিহতদের স্বজনেরা জানায়, মাহাদুল ইসলাম মাহদী গত শুক্রবার তার মায়ের সঙ্গে কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। রবিবার বিকালে মামা মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলামের সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলায় মেতে ওঠে। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে ভাসমান অবস্থায় মাহাদুল ইসলাম মাহদী ও ওবায়দুল ইসলামকে গর্তের পানিতে তাদের দেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে ওই গর্তের দিকে গিয়ে তারা পড়ে যায়। এতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতদের বাবা-মা পাগলপ্রায় অবস্থায় পড়েছেন। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।