যশোর সংবাদদাতা : যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিহাব সিকদার (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিহাব সিকদার নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা। তিনি জিল্লু শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিহাব মোটরসাইকেল যোগে যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, সম্প্রতি যশোর-বেনাপোল মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনার হার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে বেপরোয়া যান চলাচল, অসচেতনতা এবং ট্রাফিক আইন উপেক্ষার কারণেই এসব প্রাণহানির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা মহাসড়কে নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত এবং চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানিয়েছেন।