হাটহাজারী ( চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী নাজিরহাট মহাসড়কে দ্রুতগতির কাঠবোঝাই চাঁদের গাড়ির ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একই এলাকার ছাত্রদল কর্মী মো. আরিফ গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
নিহত এমরান চৌধুরী মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারিয়া সিকদার পাড়ার মৃত বাদশা সারাংয়ের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, রাতের দোকান থেকে চা খেয়ে এমরান চৌধুরী ও আরিফ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চারিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির কাঠবোঝাই চাঁদের গাড়ি (চট্টগ্রাম–খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি গাড়ির নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানান তার নিকট আত্মীয় মৌলানা গিয়াস উদ্দিন।