চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে জেলার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে কিশোরসহ তিনজন প্রাণ হারায়। এর মধ্যে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং চলন্ত পাখিভ্যান থেকে ছিটকে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেলের দুই আরোহী হলেন- আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩) ও তার মুরগি খামারের কর্মী পলাশ (৩৫)। এছাড়াও পাখিভ্যানের যাত্রী হান্নান হোসেন (৪৭) একই উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

অপরদিকে, রাত ১টার দিকে আলমডাঙ্গা থানার অদূরে চলন্ত ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে ছিটকে পড়ে নেশাগ্রস্থ হান্নান হোসেন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও চার যাত্রী। জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যা¤েপর অদূরে বন বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কলোনিপাড়ার ইজিবাইক চালক আরিফুল ইসলাম (২৪), সদর উপজেলার হিজলগাড়ি গ্রামের হোটেল কর্মচারী মাছুরা খাতুন (৫০) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার কাপড় ব্যবসায়ী আবু তালেব মুন্সি (৬৫)। আহতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সিপি বাংলাদেশ কো¤পানি লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল অফিসার দেলোয়ার গাজী (২৬), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা গ্রামের পিএসপি পাইপ কো¤পানির কর্মচারী মামুন হোসেন (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের সার ব্যবসায়ী ফাহাদ আহমেদ (২৩), ফাহাদের স্ত্রী প্রিয়া খাতুন (২০) ও তার ছয় মাসের শিশু সন্তান সাইম।