রাজধানীর বনানী এলাকায় একটি বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার ( ২৮ মার্চ ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ৪২ পোশাক শ্রমিককে বহনকারী একটি বাস গাজীপুরে যাচ্ছিল। পথে বনানী ওভারপাসের আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে সব যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

ওসি জানান, দুর্ঘটনার আধাঘণ্টা পরই বাসটি সরিয়ে ফেলা সম্ভব হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।