গাজীপুরে ১৮ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। এর একটি দুর্ঘটনা ঘটে শুক্রবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে, অন্যটি ঘটে এর আগের দিন রাতে কালীগঞ্জের আড়িখোলা স্টেশন এলাকায়। উভয় ঘটনায় যাত্রীদের কেউ হতাহত না হলেও রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে থেকে ঢাকা যাওয়ার সময় রেললাইনের পাওয়ারকার বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় চালকের দক্ষতায় ট্রেনটি দ্রুত থামানো সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটের দিকে জয়দেবপুর আউটার সিগনাল অতিক্রম করছিল। হঠাৎ রেললাইনে বগিটি লাইনচ্যুত হয়। তিনি বলেন, চালক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ না আনলে এটি ভয়াবহ দুর্ঘটনায় রূপ নিতে পারত।

স্টেশনের সিনিয়র মাস্টার মো. শাহজাহান বলেন, লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চলছে। ডুয়েল লাইনের কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ারকার বগির চাকায় যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে, তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের একটি বগির হুইস পাইপ খুলে যায়। এতে ট্রেনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে যায় এবং কিছুদূর অগ্রসর হওয়ার পর ট্রেনটি থেমে যায়।

ঘটনার ফলে ওই সময় ভৈরবগামী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে, যদিও ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রেলওয়ের প্রকৌশল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি শনাক্ত করে। পরে রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি পেছনে চালিয়ে আড়িখোলা স্টেশনে আনা হয়। ক্ষতিগ্রস্ত বগি আলাদা করে রেখে রাত ১০টা ১৮ মিনিটে ট্রেনটি যাত্রীসহ কিশোরগঞ্জের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজিমুদ্দিন বলেন, “এটি সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটি ছিল। রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পরপর দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে।