বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কে সোনালী ব্যাংকের সামনে ট্রাকের ধাক্কায় শিশু সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যু। অলৌকিকভাবে বাবা বেঁচে যায়।

গতকাল ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় আঞ্চলিক মহাসড়কে ঢাকা মোড়ে সোনালী ব্যাংকের সামনে একটি ট্রাক দ্রুতগতিতে মোটরবাইক চালককে পিছন থেকে ধাক্কা দিলে সন্তানসহ মা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

জানা যায় বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের ইসলামের ছেলে গোলাম রাব্বানীর স্ত্রী কোহিনূর বেগম (২৭) এবং ২ মাসের সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়। স্বামী গোলাম রব্বানী অলৌকিকভাবে বেঁচে গেলেও, স্ত্রী ও সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে দুর্ঘটনার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে আঞ্চলিক মহাসড়কে প্রায় পাঁচ শতাধিক মানুষ ভিড় জমায়, যা সাময়িকভাবে যান চলাচল ব্যাহত করে। দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ সড়কের পাশে সরিয়ে রাখে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।