DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় আহত

লক্ষ্মীপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ ৩ জন। গতকাল সকালে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে লরেন্স বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জেলা সংবাদদাতা
Printed Edition
afasf

লক্ষ্মীপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ ৩ জন। গতকাল সকালে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে লরেন্স বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী।

তিনি জানান, রামগতি উপজেলায় একটি প্রশিক্ষণ কর্মশালায় প্রাইভেট কারযোগে যাওয়ার পথে কমলনগর উপজেলার লরেন্স বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ছাড়াও লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম ও ড্রাইভার জাকির হোসেন আহত হয়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের বহরকারী প্রাইভেটকারটি।

আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জেলা আমীরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহত মাওলানা জহিরুল ইসলাম বলেন, রামগতিতে সাংগঠনিক অনুষ্ঠানে যোগদানে যাওয়ার পথে লরেন্স এলাকায় পৌঁছালে তাদের বহরকারী প্রাইভেটকারের টায়ার ফেটে যায়।

এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে জেলা আমীরসহ ৩জন আহত হয়।