যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সঙ্গে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসিফ হোসেন (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আসিফ যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও তার সঙ্গে থাকা রাকিবুল ইসলাম শুভ জানান, রোববার (২৫ মে) দুপুর দেড়টার দিকে পাসপোর্ট অফিসের একটি জরুরি কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে আসিফ হোসেন হঠাৎ অসাবধানভাবে মোটরসাইকেল চালাতে শুরু করেন। শুভ তাকে সাবধান করার চেষ্টা করলেও আসিফ স্বাভাবিক হননি। একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে আসিফ ছিটকে পড়ে যান।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, প্রচণ্ড আঘাতে আসিফের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা এক যুবকের এমন অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু-স্বজন ও এলাকাবাসী শোকাহত।
দুর্ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#