মটোরসাইকেল যোগে জেলা প্রশাসনের চিঠি বিতরণ করতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলট মহাসড়কে প্রাণ গেল সুনামগঞ্জ জেলা প্রশাসনের দুই জারীকারকের। দুই কর্মচারীর মর্মাত্মিক মত্যুতে শােক জানিয়ছন জলা প্রশাসক ড. মাহাম্মদ ইলিয়াস মিয়া।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাত্মিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাটরসাইকেলর আরাহীরা হলেন জেলার দোয়ারাবাজার উপজেলার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া এবং সুনামগঞ্জ পৌর শহরের ময়না মিয়ার ছেলে মো. সবদর আলী। তারা দুজনই সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জারীকারক পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সুনামগঞ্জ থেকে জগনাথপুরে সরকারি চিঠি দেয়ার উদ্দশ্যে মাটরসাইকেল করে দুই সহকর্মী শাত্মিগঞ্জ খাদ্য গুদামের সামন গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই মারা যান একজন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন।
নিহতের বিষয়ে নিশ্চিত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক চিন্ময় সাহা পাদ্দার জানান, সড়ক দুর্ঘটনায় একজন স্পটেই মারা গেছেন, আরেকজনকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় সিলেট পাঠানার সময় পথেই মত্যু হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, তারা দুইজন অফিসের ভালো কর্মচারী ছিলেন। সকালে সরকারি চিঠি দেয়ার জন্য একসাথে দু’জন জগনাথপুরের উদ্দশ্যে রওনা হন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তাদের মত্যুর সংবাদ পাই। তাদের প্রথম জানাযার নামাজ সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে। সেখান তাদের দীর্ঘদিনের সহকর্মীরা উপস্তি থাকবেন। জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৈাধুরী জানান, ঘাতক প্রাইভট কার আটক আছে তবে চালক পালিয় গেছে। মরদহর সুরতহালের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান, সড়ক দুর্ঘটনায় আমাদের অফিসের দুইজন কর্মচারীর মত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক ড. মাহাম্মদ ইলিয়াস মিয়া। মরদেহের সুরতহাল প্রতিবেদন চলছ। আমাদর পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষপ নয়া হবে।