নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার মিঠামইনে উপজেলার হাওড়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা গেছে ৬ই মে মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কটু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর বন্দে বজ্রপাতে এই প্রাণহানির ঘটনাটি ঘটে। মারা যাওয়া কৃষক কটু মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

আরো জানা গেছে কৃষক কটু মিয়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে হাওড় থেকে গরু আনতে যান। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মিঠামইন থানার ওসি শফিউল আলম বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।