মোংলা সংবাদদাতা : বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম নয়মী বিশ্বাস (২৫)। তিনি মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের বাসিন্দা দিনেশ বিশ্বাসের মেয়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি দিগরাজ বিদ্যার বাহন এলাকা অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।