স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও চার ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী বিসিক নতুন বাজার রেলগেইট (সাহারা মার্কেট) এলাকায় পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের এ গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলার সাতটি ইউনিট একযোগে কাজ করে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দগ্ধদের মধ্যে আছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা ও জয় হাসান। এ ছাড়াও পাশের দোকান মালিক বাবু (২০) আহত হয়েছেন। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রথমে ধোঁয়া দেখে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই গুদামে থাকা রাসায়নিক ড্রামের বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দগ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে উত্তরা ও কুর্মিটোলা থেকে অতিরিক্ত ইউনিট যোগ দেয়।

ঢাকা জোন-০৩ এর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও চারটি ইউনিট যোগ দেয়। আগুন নেভাতে গিয়ে আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গুদামে কী পরিমাণ কেমিক্যাল মজুদ ছিল এবং আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব দাবি করলেও এখনো তা নিশ্চিত করা সম্ভব হয়নি।