ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে একটি সুগন্ধা পরিবহনের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আরো দশজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন-ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০), একই উপজেলার দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।