ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে একটি সুগন্ধা পরিবহনের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আরো দশজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন-ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০), একই উপজেলার দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনা
ফেনীতে বাস উল্টে তিনজন নিহত আহত ১০
ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে একটি সুগন্ধা পরিবহনের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন।