বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫৭) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত সিরাজুল ইসলাম উপজেলার পারকোল গ্রামের আবেদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি আগ্রান উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, তিনি বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলে বনপাড়ায় যাচ্ছিলেন। পথে আগ্রান সুতির পাড় এলাকায় একটি দ্রুতগামী বড় ভুটভুটির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।