রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পুঠিয়ায় দুজন যুবক ও দুর্গাপুরে ভ্যানগাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হন। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু সাইদের ছেলে শাহীন (২৩), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও চারঘাট উপজেলার ভ্যানচালক সুজন (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার নিহত দুই যুবক সোমবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় পুঠিয়া উপজেলার তেবাড়িয়া গোডাউন মোড়ে পৌঁছালে ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে আছড়ে পড়ে তারা। মুহূর্তের মধ্যে বিপরীত দিক থেকে ছুটে আসা পণ্যবাহী ট্রাকে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। মুমূর্ষু অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শাহীন ও দেলোয়ার মারা যান। এদিকে মঙ্গলবার বেলা ১টার দিকে দুর্গাপুর-প্রধান সড়কে কয়লা বোঝাইকৃত ট্রাকের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক সুজন নিহত হন। নিহত সুজনের বাড়ি চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।