চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা আঞ্চলিক সড়কের হামিদপুর এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মাওলানা খালিদ মুসাব্বির (৩০) নামে এক ইমাম নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নাচোল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত মাওলানা খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি নাচোলের হাটবাকইল জামে মসজিদের ইমামতি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ মুসাব্বির মোটরসাইকেলযোগে জুমার নামাজ পড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে হামিদপুর এলাকায় বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার মরেদহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করে। ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুর্ঘটনা
নাচোলে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা আঞ্চলিক সড়কের হামিদপুর এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মাওলানা খালিদ মুসাব্বির (৩০) নামে এক ইমাম নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নাচোল উপজেলার হামিদপুর