ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু। মঙ্গলবার সকাল ৬টার দিকে নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু রায়হান (৯) গৌরিপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রতিবেশী বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখাতে বাড়ি সংলগ্ন সুগন্ধা নদীতে যায় শিশু রায়হান। নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে শিশুটি। এ সময় বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়।

জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ‘শিশুটির সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে।’